ভালোবাসার ছন্দ
তোমার চোখে চাঁদের আলো,
মনের মাঝে জোছনা ঢালো।
শিশির ভেজা ভোরের মতো,
তুমি আছো হৃদয় জুড়ে শত।
তোমার হাসি রোদের কিরণ,
জড়িয়ে রাখে নীল গগন।
তুমি ছাড়া জীবন যে শূন্য,
তোমার ছোঁয়া স্বপ্ন অপার সুগন্ধ।
হাতটি ধরো, হারাবো দূরে,
ভালোবাসার নীল সমুদ্রে।
তুমি আমি—একই আকাশ,
ভাসবো মোরা প্রেমের বাতাস।
কবিতাটি
এক মুহূর্তের জন্যও
যদি ভালো লেগে থাকে
লাইট ফলো শেয়ার করতে
ভুলবেন না